বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট: করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বেড়ে যাওয়ায় সোমবার থেকে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে সরকার। কাল থেকে বন্ধ থাকবে যাত্রীবাহী বাস, লঞ্চ ও ট্রেন। সেইসঙ্গে স্বাস্থ্যবিধি মানাতে কড়াকড়ি আরোপ করা হয়েছে।
এই কড়াকড়ির মধ্যে রয়েছে, হোটেল-রেস্তোরাঁয় বসে খাওয়া যাবে না।
তবে বাসায় পার্সেল নিয়ে নেওয়া যাবে। আজ রবিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সরকার।