বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : বিক্রির জন্য সিলেট নগরের লালবাজারে তোলা হয়েছে বিশালাকৃতির এক বাঘাইড় মাছ। রোববার বাজারে আনা মাছির ওজন প্রায় দেড়মণ। সোমবার সকালে মাছটি কেটে কেজি ধরে বিক্রি করা হবে। বিশাল এই মাছটি কুশিয়ারা নদীতে ধরা পড়ে বলে জানিয়েছেন বিক্রেতারা।
লালবাজারের মাছ ব্যবসায়ী মুজিবুর রহমান জানান, রবিবার সকালে ফেঞ্চুগঞ্জ থেকে তিনি ৬০ কেজি ওজনের বাঘাইড়টি কিনে এনেছেন। আগের রাতে মাছটি ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীতে জেলের জালে ধরা পড়েছিল।
মুজিবুর রহমান জানান, মাছটি একসাথে কিনে নেয়ার মতো ক্রেতা পাওয়ার সম্ভাবনা কম। তাই সোমবার সকাল ১০টায় কেজি হিসেবে মাছটি বিক্রি করা হবে।
এর আগেও লালবাজারে বিশালাকার বাঘাইড় কেটে কেজি দরে বিক্রি হয়েছে। প্রতি কেজি মাছ দুই হাজার থেকে আড়াই হাজার টাকা দরে বিক্রি হয়।
মুজিবুর রহমান তাই আশা করছেন সোমবার সকালে ৬০ কেজি ওজনের বাঘাইড় মাছটি বিক্রি করে তিনি লাখ টাকার উপরে পাবেন।