Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: রবিবার, ১১ এপ্রিল, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-04-11T14:51:11Z
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে ব্যাক্তি, প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: সিলেটের গোলাপগঞ্জে সরকারি নির্দেশনা অমান্য করে কমিউনিটি সেন্টার খুলা রাখায়, মাস্ক পরিধান না করায় সর্বমোট ৮ হাজার ৯'শ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত৷ 

রোববার (১১ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার পৃথক জায়গায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। 

জানা যায়, সরকারি নির্দেশনা অমান্য করে কমিউনিটি সেন্টার খুলা রাখায় উপজেলার সদর ইউনিয়নের চৌঘরীস্থ ইসলাম ব্রাদার্স কনভেনশন হলের স্বত্বাধিকারী লিয়াকত আলীকে ৮ হাজার টাকা, মাস্ক পরিধান না করায় ৫ ব্যাক্তিকে ৯'শ টাকাসহ ৮ হাজার ৯'শ টাকা জরিমানা আদায় করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. গোলাম কবির। এসময় গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ সহযোগিতা করে। 

মো.গোলাম কবির বলেন, সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে গোলাপগঞ্জ উপজেলা প্রশাসন মাঠে কাজ করে যাচ্ছে। জনগণকে মাস্ক পরিধান ও স্বাস্থ্য বিধি মানার ব্যাপারে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে।   

বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ