বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জে কম্বাইন্ড হারভেস্টার দিয়ে বোরো ধান কাটার কার্যক্রম পরিদর্শন করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (২৬ মার্চ) বিভিন্ন সময় উপজেলার ভাদেশ্বর ইউনিয়ন ও লক্ষণাবন্দ ইউনিয়নের ফুলশাইন্দ গ্রামের দামরি হাওরে কম্বাইন্ড হারভেস্টার দিয়ে ধান কাটা পরিদর্শন ও কৃষকদের সাথে মতবিনিময় করেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম কবির।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলার কৃষি অফিসার মোহাম্মদ আনিসুজ্জামান, উপজেলা পরিসংখ্যান অফিসার মো. আব্দুল আজিজ, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. কামাল হোসেন ও সুকুতি চন্দ্রনাথ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছর গোলাপগঞ্জ উপজেলা ৭ হাজার ১শ ৮৫ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। বোরা ধান দ্রুত কাটা ও ধান কাটার খরচ কমাতে ৭ টি কম্বাইন্ড হারভেস্টার ৪ টি রিপার মেশিন ভুতূকি মূল্যে কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে।