বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : ছড়া, নালা, খাল, ড্রেন ইত্যাদি অবৈধ দখল স্ব-উদ্যোগে অনতিবিলম্বে অপসারণ, ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে যথাসময়ে ফেলা এবং পরিচ্ছন্নতা অভিযান বিষয়ে সিলেট সিটি কর্পোরেশন মহানগরীর সম্মানীত নাগরিকবৃন্দের সহযোগিতা চেয়ে রবিবার (১৪ মার্চ ২০২১) এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী স্বাক্ষরিক এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এতদ্বারা সিলেট সিটি কর্পোরেশন এলাকার সম্মানিত নাগরিকবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জনস্বার্থে নিম্নবর্ণিত বিষয়াদির প্রতি লক্ষ্য রাখা ও প্রতিপালন করা অত্যাবশ্যক হয়ে পড়েছে।’
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সিলেট সিটি কর্পোরেশন এলাকার ছড়া, নালা, খাল, ড্রেন ইত্যাদি অবৈধ দখল স্ব-উদ্যোগে অনতিবিলম্বে অপসারণ করে নেওয়ার জন্য অনুরোধ করা হলো। অন্যথায়, আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
‘মহানগরীর সকল দোকান, ব্যবসা প্রতিষ্ঠান, বাজার, হোটেল রেষ্টুরেন্ট এবং বাসাবাড়ীর বাসিন্দাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তাদের যাবতীয় ময়লা আবর্জনা প্রতিদিন রাত ৮টা থেকে ১১টার মধ্যে আবর্জনা ফেলার নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য অনুরোধ করা যাচ্ছে। কোন অবস্থাতেই নির্দিষ্ট সময়ের পরে অর্থাৎ দিনের বেলায় যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা যাবে না। যদি কেউ এ নিয়ম ভঙ্গ করেন, তাহলে, তার বিরুদ্ধে আইনানূগ ব্যবস্থা গ্রহণ করা হবে’- বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়।
মাস ব্যাপি পরিচ্ছন্নতা অভিযান নিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আগামী ১৫ মার্চ থেকে মাস ব্যাপি সিলেট মহানগরীর ড্রেন, ছড়া, নালা ইত্যাদি পরিস্কারের জন্য সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে এক পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হবে। উক্ত অভিযানে মহানগরীর সম্মানিত নাগরিকবৃন্দকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হলো।’