বিজ্ঞাপন
শ্রাবণ কৃষ্ণচূড়ার প্রেম
জয়নাল আবেদীন
শ্রাবনের বৃষ্টি গুলি কেন ফাল্গুনেতে আসে,
কৃষ্ণচূড়ার ফুল গুলি কেন বৃষ্টির জলে ভাসে।
শ্রাবণের বৃষ্টি অসময়ে কেন তুমি এলে,
কৃষ্ণচূড়ার ফুল গুলি কেন নষ্ট করে গেলে।
বাসন্তিকা কি তোমার মনে এতো কষ্ট ছিলো,
বর্ষার শ্রাবণে বৃষ্টি তোমায় ভিজিয়ে দিয়ে গেলো।
ঋতু রাজের প্রতি শ্রাবণ তোমার কেন এতো ঘৃনা,
নষ্ট করতে, করলো না তোমার মনে মানা।
ফাল্গুনের বুকে যখন ফুটে ছিল কৃষ্ণচূড়ার ফুল,
শ্রাবণ তার প্রেমে মন হয়েছিল ব্যাকুল।
নতুন প্রেমের সুখ শ্রাবণ সইতে নাহি পেরে,
কৃষ্ণচূড়ার ফুল গুলি গেলে নষ্ট করে।
এটা কি ছিল শ্রাবণ তোমার প্রেমের প্রতিদান?
না কি ভালোবেসে কৃষ্ণচূড়াকে করিয়ে দিলে স্নান।
কেমন করে বুঝবো আমি তোমাদের প্রেমের খেলা,
চিন্তা করি সারা দিন ঘুম নাই রাতের বেলা।