বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি নেতৃবৃন্দের উপর সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মিথ্যা মামলার প্রতিবাদে গোলাপগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল।
বুধবার (২৪ মার্চ) ঢাকাদক্ষিণ রোডের অপু ইলেকট্রনিক্স এর সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে নূর ম্যানশনের সামনে এসে বিক্ষোভ সমাবেশ সমাপ্ত হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌর যুবদলের যুগ্ন আহবায়ক নুরুজ্জামান জুবেল, সিলেট জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক এস এম জুবায়ের, সহ-সাংগঠনিক সম্পাদক শাহরাজ চৌধুরী রাহি, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহ্বায়ক আলী আহমদ, যুগ্ন-আহ্বায়ক আশফাক আহমদ, পৌর ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক সুয়েদ আহমদ, উপজেলা ছাত্রদলের সদস্য মনসুর আহমদ, সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ন-আহ্বায়ক মাহফুজ মারজান।
এছাড়া উপস্থিত ছিলেন গোলপগগঞ্জ পৌর যুবদলের সদস্য মঞ্জুর আহমদ, গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ন-আহ্বায়ক খালেদ আহমদ, উপজেলা ছাত্রদল নেতা মাজিদ আহমদ, উপজেলা ছাত্রদল নেতা রাহাত আহমদ বুলন, এম এইচ রাহীন, শাহিন আহমদ, মনজুর আহমদ, শাহরিয়ার হুসাইন নাবিল, মিজানুর রহমান ইমন, আমান তালুকদার, পাপ্পু আহমেদ, রুম্মান আহমেদ, পৌর ছাত্রদল নেতা ওয়েস আহমদ, আবুল হোসেন, লায়েক আহমদ, সুহেল আহমদ সুহিন আহমদ , রুহুল আমিন, ফাহিম আহমদ, উপজেলা ছাত্রদল নেতা সাহান আহমদ, মাহবুবুর রহমান মুন্না, রাহাত আহমদ সহ প্রমুখ।
বিক্ষোভ শেষে বক্তারা গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফাহিম চৌধুরীর নিঃস্বার্থ মুক্তির দাবী জানিয়ে পথসভার সমাপ্তি ঘটে।