Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: বুধবার, ১৭ মার্চ, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-03-17T10:00:32Z
গোলাপগঞ্জলিড নিউজ

গোলাপগঞ্জে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দেওয়া ফুলের ঠাঁই হলো ময়লার স্তুপে!

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোলাপগঞ্জে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়৷ কিন্তু বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দেওয়া এই ফুলের ঠাঁই হয় ময়লা ফেলার একটি স্থানে । এ নিয়ে উপজেলা জুড়ে সমালোচনার ঝড় বইছে । বিষয়টি অনেকে উপজেলা প্রশাসনের উদাসীনতাকে দায়ী করছেন।

জানা যায়, গত ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দেন গোলাপগঞ্জ উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা ও পৌর আওয়ামীলীগ সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। কিন্তু এই শ্রদ্ধার ফুলগুলোর শেষ পর্যন্ত ঠাঁই হলো ময়লার স্তুপে।

এ ব্যাপারে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শফিকুর রহমান জানান, বিষয়টি আসলেই জাতির জনকের জন্য অপমান জনক। উপজেলা প্রশাসনের এসব বিষয় খেয়াল রাখা উচিত। কমপক্ষে ফুলে সাটানো কাগজগুলো  খুলে রাখা উচিত ছিল। এই কাগজগুলোতে বঙ্গবন্ধুর নাম রয়েছে।   


 
গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ জানান, বিষয়টি উপজেলা প্রশাসনের খেয়াল করা উচিত ছিল৷ হয়তো কেউ ভুলে এ-ই কাজটি করেছে।

গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম কবির জানান, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই, আমি বিষয়টি দেখছি।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ