Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-03-04T19:02:14Z
গোলাপগঞ্জ

আগামীকাল গোলাপগঞ্জে উদ্বোধন হচ্ছে ইকরা কম্পিউটার ও প্রিন্টি

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল গোলাপগঞ্জে ইকরা কম্পিউটার ও প্রিন্টি-এর উদ্বোধন হচ্ছে। 

শুক্রবার বিকাল ৩টায় উপজেলার পৌর শহরের ডাচ বাংলা ব্যাংকের পিছনে মাসুদ কমপ্লেক্সে উদ্বোধন হবে। 

এ বিষয়ে ইকরা কম্পিউটার ও প্রিন্টিং-এর পরিচালক গ্রাফিক্স ডিজাইনার সানিয়াদুল ইসলাম জানান, এখানে কম্পিউটার ও  প্রিন্টিং এ কম্পিউটার কম্পোজ থেকে শুরু করে ব্যানার ,ফেষ্টুন, মগ, সাদা কালো প্রিন্ট, বিয়ের কার্ড, ক্যাশ মেমো, ভিজিটিং কার্ডসহ যাবতীয় ছাপার কাজ করা হবে।

এধরনের যে কোন সেবা পেতে প্রয়োজনে সরাসরি যোগাযোগ করতে পারেন সানিয়াদুল ইসলাম- ০১৭৮৫৯১৭০০০ নাম্বারে।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ