Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: রবিবার, ২৮ মার্চ, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-03-28T16:26:38Z
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে পুলিশের সাথে যুবদল, ছাত্রদলের ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, পুলিশ সহ আহত ১৪

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: সিলেটের গোলাপগঞ্জে পুলিশের সাথে যুবদল,ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে পৌর শহরের চৌমুহনীতে এ ঘটনা ঘটলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় ৪জন পুলিশ ও যুবদলের ১০জন নেতাকর্মী আহত হন। যুবদলের আহত নেতাকর্মী হলেন -পৌর যুবদলের আহবায়ক এনামুল হক এনাম, বেলাল আহমদ, নিজামুল কাদির লিপন, খালেদ আহমদ, মোস্তাক আহমেদ, নুরুজ্জামান জুবেল, আশরাফুল মুবিন মাহফুজ, নাছির আহমদ, আলী হোসেন, আব্দুর রহমান,আবেদ আহমদ।

জানা যায়, হেফাজতে ইসলামের নেতাকর্মীদের পুলিশ গুলি চালিয়ে হত্যার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে গোলাপগঞ্জ উপজেলা ও পৌর যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা পৌর শহরের চৌমুহনীতে জড়ো হয়ে মিছিল বের করেন । এসময় পুলিশ চৌমুহনী এলাকায় শক্ত অবস্থান গ্রহণ করে মিছিলের কাছাকাছি অবস্থান নিলে উত্তেজনার সৃষ্টি হয়।

এক পর্যায়ে শুরু হয় পুলিশও মিছিলিকারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া। এসময় ইটপাটকেল নিক্ষেপ করা হলে আতংক ছড়িয়ে পড়ে পুরো পৌর শহরে। এসময় সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে জন আহত হন।

এদিকে উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট মামুন আহমদ রিপন অভিযোগ করে বলেন, শান্তিপূর্ণ কর্মসূচীতে পুলিশ তাদের উপর হামলা চালিয়েছে। এ ঘটনায় তাদের ৬জন নেতাকর্মী আহত হয়েছেন বলে তিনি দাবি করেন।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী বলেন, বিএনপির নেতাকর্মীরা পুলিশকে উদ্দেশ্য করে ইটপাটকেল নিক্ষেপে শুরু করলে পুলিশ তাদের প্রতিহত করে । এতে ওসি তদন্ত নাজমুল হাসান সহ পুলিশের ৪জন সদস্য আহত হয়েছেন। দুইজন সদস্যের আহত গুরুতর হওয়ায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলেও জানান তিনি।



বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ