বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশুদিবস পালন করা হয়েছে।
বুধবার (১৭ মার্চ) সকাল সাড়ে নয়টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।
এদিন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে একে একে শ্রদ্ধা নিবেদন করেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, গোলাপগঞ্জ মডেল থানা, উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।
পরে উপজেলা অডিটোরিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশুদিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবীরের সভাপতিত্বে এবং উপজেলা সমবায় অফিসার জামাল মিঞা, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ ও সহকারী শিক্ষা অফিসার পারভেজ তালুকদারের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপমা দাস, শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপার গোর্কি চৌধুরী, আরজুমা আক্তার, গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, গোলাপগঞ্জ পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, গোলাপগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আকমল আলী প্রমুখ।
পরে উপজেলা অডিটোরিয়ামে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।