বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশিক নূরের সরকারি মোবাইল ফোন নম্বর ক্লোন করার ঘটনা ঘটেছে। বুধবার বিকালে নম্বরটি ক্লোন করে একটি প্রতিষ্ঠানের শিক্ষককে ফোন করে টাকা দাবিসহ নানা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছে প্রতারক চক্র। তাই এ ব্যাপারে উপজেলা সকল নাগরিককে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আশিক নূর। তিনি জানান, বুধবার এক শিক্ষকের কাছে প্রতারক চক্র সরকারি কাজে ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটি (০১৭৩০-৩৩১০৩১) ক্লোন করে টাকা দাবিসহ নানা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছে। নম্বরটি ক্লোনের পর সর্বসাধারণকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে। এরপরও কেউ টাকা দাবি করলে সংযোগ বিচ্ছিন্ন করলে ওই নম্বরে পুনরায় কল দিলে সঠিক নম্বরে ফোন যাবে।
প্রতারক চক্রটিকে শনাক্ত এবং এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায়কে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায় বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।