বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে হেফাজতে ইসলামের বিক্ষোভে হামলায় নেতাকর্মী নিহত ও আহত হওয়ার প্রতিবাদে দেশব্যাপী হেফাজতের ডাকা বিক্ষোভ মিছিলের ধারাবাহিকতায় গোলাপগঞ্জেও হেফাজত ইসলামের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ মার্চ) বাদ আসর উপজেলার পৌর শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক পদক্ষিণ করে পরবর্তীতে বিক্ষোভ মিছিলটি এক সভায় মিলিত হয়।
এ সময় বক্তরা বলেন- হেফাজতে ইসলামের বিক্ষোভে হামলায় নেতাকর্মী নিহত ও আহত হওয়া বিষয়টি কোন ভাবেই মেনে নেওয়া যায় না। মোদি সরকারকে অতি তাড়াতাড়ি বাংলাদেশ ত্যাগ করার আহবান জানান তারা।
বক্তারা পুলিশি হামলায় নিহত ও আহতদের আত্মার মাগফিরাত কামনা করেন। যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করেন। সেই সাথে আগামীকাল রোববারের সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ হরতাল কর্মসূচিতে যোগদান করার জন্য সকলের প্রতি আহবান জানান।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- হেফাজতে ইসলাম বাংলাদেশ গোলাপগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা শায়খুল হাদিস মাওলানা হিলাল উদ্দিন আহমদ, সংগঠনের সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল গফফার, মাওলানা ফরিদ উদ্দিন, মাওলানা জিয়া উদ্দিন, হাফিজ শাকিল, বিলাল আহমদ, ইলিয়াস আহমদ, মাওলানা আব্দুল জলিল, শামছুল ইসলাম, আব্দুল লতিফ সরকার, মাওলানা সুহেদ আহমদ, জাকির আহমদ, দেলোয়ার হোসেন মাহমুদ প্রমুখ।
এর আগে পৌর শহরের বিভিন্ন মসজিদ থেকে আসরের নামাজের পরপরই মুসল্লিরা মিছিল নিয়ে এসে জড়ো হোন।
বিক্ষোভ মিছিল পরবর্তী সভায় মোনাজাত পরিচালনা করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ গোলাপগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা।