Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: রবিবার, ২৮ মার্চ, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-03-28T06:15:31Z
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে মুড়ে মুড়ে হেফাজত কর্মীরা, শক্ত অবস্থানে প্রশাসন

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে বাংলাদেশ হেফাজতের ডাকা হরতাল পালনে অবস্থান করছে গোলাপগঞ্জ উপজেলা শাখা হেফাজতের দায়িত্বশীল ও কর্মীরা৷ সারাদেশের ন্যায় গোলাপগঞ্জে চলছে হেফাজত ইসলামের শান্তিপূর্ণ হরতাল। এখন পর্যন্ত কোন ধরণের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এ দিকে যে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা রুখতে মাঠে শক্ত অবস্থান করছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। 

রোববার (২৮ মার্চ) সকাল থেকে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে দেখা যায়, প্রতিটি মুড়ে মুড়ে অবস্থান করছে হেফাজত কর্মীরা৷ ফজরের নামাজের পরপর তারা হরতাল পালনে মাঠে নেমে পরে। 

হেফাজতে ইসলাম বাংলাদেশ গোলাপগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল গফফার বলেন, আমরা শান্তিপূর্ণ হরতাল পালন করব। সবাইকে বলে দেওয়া হয়েছে যাতে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটানো হয়। 

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বলেন, হেফাজতে ইসলামের ডাকা হরতাল থেকে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য আমাদের পুলিশ মাঠে রয়েছে। 



বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ