বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জের ভাদেশ্বর জামেয়া রাহমানিয়া আহমদীয়া মাদ্রাসার উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য, মজলিসে সূরার অন্যতম সদস্য, বিল্ডিং র্নিমাণ কমিটির সম্মানিত সভাপতি, মরহুম হাজী আপ্তাব আলী (রহঃ) এর রুহের মাগফিরাত কামনায় খতমে কুরআন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টায় এতে হাজী মরহুম আপ্তাব আলী সাহেবের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা শেখ লোকমান আহমদ।
খতমে কুরআন শেষে আলোচনা সভায় ইক্বরা ছাত্র সংসদের জি এস শেখ হুছাইন আহমদ শাব্বিরের পরিচালনায় প্রথম অধিবেশনে আলোচনা পেশ করেন, এশায়তুল উলুম বারোকোট মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা আব্দুল আহাদ, জামেয়া রাহমানিয়া ভাদেশ্বর'র সহকারী শিক্ষক হাফিজ মাওলানা নাজিম উদ্দীন,এশায়তুল উলুম বারোকোট মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আতিকুর রহমান।
সমাপনী অধিবেশনে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা জওয়াদুর রহমানের সভাপতিত্বে হিফজ শাখার প্রধান এইচ এম হাবিবুর রাহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শায়খুল কুররা, হযরত মাওলানা ক্বারী জালাল উদ্দীন সাহেব শায়খে গবিন্দপুরী, বিশেষ অথিতির বক্তব্য রাখেন, আঞ্জুমানে তালিমুল কুরআন বাংলাদেশ কর্তৃক পরিচালিত, মাস ব্যাপী কুরআন শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র রাহমানিয়া মাদ্রাসা শাখা'র সভাপতি, আলহাজ্ব সুহেদুজ্জামান চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী আলী আজম চৌধুরী (আজু মিয়া), মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য ও সিলেট আইনজীবি সমিতির সভাপতি হাজী জয়নাল আবেদীন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক জাফর সাদেক চৌধুরী (জাফু মিয়া), বার্ষিক মাহফিল ইন্তেজামিয়া কমিটির সভাপ রফিক উদ্দিন, ম্যানেজিং কমিটির সদস্য ও রাহমানিয়া মসজিদ কমিটির কোষাধ্যক্ষ কামাল আহমদ, মজলিসে সূরা সদস্য শাহাব উদ্দীন সাজু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাষ্টার বেলাল আহমদ, শেখ ওয়াহিদ আলী, শেখ আশিরুল ইসলাম আবিদ হাফিজ রাশেদ আহমদ, জয়নাল আবেদীন,রুহেল আহমদ প্রমুখ।