Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: সোমবার, ১ মার্চ, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-02-28T18:13:18Z
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের বাড়ির গাছ কাটার অভিযোগ

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জের আমুড়া ইউনিয়নের শিলঘাট লম্বাগাঁও গ্রামে জায়গা-জমি সংক্রান্ত বিষয়ের জের ধরে প্রতিপক্ষের বাড়ির ফলজ ও বনজ গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। 

ভুক্তভোগী শিলঘাট লম্বাগাঁও গ্রামের মৃত লাল মিয়ার ছেলে আলতাব আলী বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে গোলাপগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। 

অভিযুক্তরা হলেন- একই বাড়ির মৃত সোনাহর আলীর ছেলে ছয়ফুল আলম ছফাই (৫৫), মজনু হোসেন (৫০), কাওছার আহমদ মিলু (৪৭) ও ছয়ফুল আলম ছফাইের ছেলে শিপলু আহমদ (২৭)। 

অভিযোগ সূত্রে জানা যায়, আলতাব আলীর  ভাই আকলাছ আলী একই বাড়িতে পাশাপাশি বসবাস করেন। বিবাদীদের সাথে জায়গা-জমি সহ বিভিন্ন বিষয়ে পূর্ব হইতে বিরোধ চলে আসতেছে। এরই জের ধরে গত শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) আনুমানিক দুপুর ১২ টার দিকে বাদী পক্ষের কেউ বাড়িতে না থাকার সুযোগে ভূমিতে থাকা ফলজ-বনজসহ প্রায় ৩৫/৪০ টি গাছ কেটে আনুমানিক ২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। 

এসময় আফতাব আলী বাড়ির বাইরে ছিলেন বলে জানান। খবর পেয়ে তিনি বাড়িতে এসে বিবাদীদের গাছ কাটতে বাঁধা প্রদান করলে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হুমকি প্রদান করেন বলে জানান তিনি৷ 

এবিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার এসআই পিন্টু বলেন- জায়গা জমি নিয়ে তাদের মধ্যে অনেকদিন যাবত থেকে সমস্যা চলছে। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ