Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-02-06T15:42:32Z
গোলাপগঞ্জ

তারেক রহমানের সাজা : গোলাপগঞ্জে ছাত্রদলের প্র‍তিবাদ মিছিল

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তি : নড়াইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে এক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে একটি আদালত। এর প্রতিবাদে গোলাপগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর ছাত্রদল।

শনিবার (৬ ফেব্রুয়ারি) বিকাল ৫ টার সময় পৌর এলাকাএ চৌমুহনী থেকে মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নূর ম্যানশনের সামনে এক বিক্ষোভ সমাবেশ মিলিত হয়।

সমাবেশে গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক তানজিম আহাদের সভাপতিত্বে সদস্য সচিব ফাহিম চৌধুরীর পরিচালনায় প্রধান বক্তা ছিলেন পৌর ছাত্রদলের সদস্য সচিব টিপু সুলতান। 

এছাও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি কামরান আহমদ, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের প্রথম যুগ্ন আহবায়ক সাহান আহমদ, পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক ফয়ছল ইসলাম, পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক সুহেদ আহমদ, যুগ্ন আহবায়ক মিজানুর রহমান সুজন, যুগ্ম আহবায়ক দেলওয়ার হোসেন দিদার, যুগ্ম আহবায়ক জুম্মান উদ্দিন সোহাগ।

এসময় বক্তারা বলেন, কোটি কোটি জনতার হৃদয়ে লেখা তারেক রহমানের নাম আদালতের নির্দেশে মুছা যাবে না। এদেশের মাটি ও মানুষের সাথে তারেক রহমানের হৃদ্যিক সম্পর্ক। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সাংগঠনিক কার্যক্রম গতিশীলের মাধ্যমে সরকারের বিরুদ্ধে এক দফা দাবিতে আন্দোলনের ডাক দেয়ার ঠিক পূর্ব মুহুর্তে দানবীয় সরকার একের পর এক মামলায় আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানকে সাজা দিয়ে যাচ্ছে। শুধুমাত্র জনগণের ভালবাসার নেতা হিসেবে তারেক রহমানকে সরকার ভয় পায়। তাই এহেন ষড়যন্ত্রে সরকার লিপ্ত রয়েছে। তারেক রহমানের বিরুদ্ধে এমন মিথ্যা মামলার দন্ডের প্রতিবাদ জানাচ্ছি।

এসময় উপস্থিত উপস্থিত ছিলেন,জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক এস এম জুবায়ের, উপজেলা ছাত্রদলের সদস্য মনসুর আহমদ, পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক হিমেল আহমদ, সদস্য ছাব্বির আহমদ, উপজেলা ছাত্রদল নেতা এম এইচ রাহিন,শাহীন আহমদ, সেবুল ইসলাম,জিয়া আহমদ,মাহী মালেক,আব্দুল আহাদ,সাকীর আহমদ,সালা উদ্দিন, রেদওয়ান আহমদ,জুনু মিয়া,ফয়ছল আহমদ,ইমন আহমদ, রাহাত আহমদ, উজ্জ্বল আহমদ, মাহবুবুর রহমান মুন্না, আমান তালুকদার, মন্জুর আহমদ,ঢাকাদক্ষিণ কলেজ ছাত্রদলের সদস্য সাকিব আহমেদ, শহীদ হাসান মান্না,নিশান আহমদ, পৌর ছাত্রদল নেতা মাহমুদ আলী, সালমান আহমদ।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ