বিজ্ঞাপন
জি ভয়েস ডেস্ক : সিলেট নগরীর চৌহাট্টা থেকে আম্বরখানা সড়কে সিএনজি ও কার স্ট্যান্ড তুলা নিয়ে মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে শ্রমিকদের সাথে বাকবিতন্ডা হয়। শনিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। বাকবিতন্ডায় এক পর্যায়ে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে।
জানা যায়- চৌহাট্টা থেকে আম্বরখানা সড়কে সিএনজি ও কার স্ট্যান্ড তুলতে মেয়র আরিফুল হক চৌধুরী চৌহাট্টা যান। এসময় তিনি সিএনজি ও কার চালকদের সাথে কথা বলে স্ট্যান্ড তুলে নেওয়ার আহ্বান জানান। তখন সিএনজি ও কার চালকরা স্ট্যান্ড তুলে নিতে অস্বীকৃতি জানালে মেয়র ও শ্রমিকদের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে শ্রমিকরা হট্টগুলো শুরু করলে সেখানে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মেয়র আরিফ বসে সমস্যা সমাধান করা হবে বলে আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।
পরে ঘটনাস্থলে কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, কাউন্সিলর জাবেদ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে এসএমপির কোতোয়ালী থানার ওসি এসএম আবু ফরহাদ বলেন, চৌহাট্টা সড়কে গাড়ি স্ট্যান্ড নিয়ে মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে শ্রমিকদের গন্ডগুলো সৃষ্টি হয়েছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।