Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-02-07T11:45:09Z
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে প্রথম দিন করোনার টিকা নিলেন ১০ জন

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী করোনার ভ্যাকসিন টিকাদান কার্যক্রমের ন্যায় গোলাপগঞ্জেও করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিন তালিকাকৃত ৪৩ জনের মধ্যে করোনার টিকা গ্রহণ করেছেন ১০ জন। 

রোববার (৭ ফেব্রুয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করেন গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: শাহিনুর ইসলাম শাহিন। 

তিনি বলেন, তালিকাকৃত সবার সাথে আমাদের যোগাযোগ হয়েছে। তারা আগামীকাল সোমবার টিকা গ্রহণ করবেন বলে জানিয়েছেন। তিনি বলেন, প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে। 

এর আগে রোববার দুপুরে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমেই গোলাপগঞ্জ উপজেলার মধ্যে করোনার টিকা গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডিজিস কন্ট্রোল ডা: মো: শাহনেওয়াজ রহমান। 

উল্লেখ্য, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ হাজার ৮শত ৪২ ডোজ করোনার ভ্যাকসিন এসেছে।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ