বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদীর পাড় থেকে স্বামী ও স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্ত্রীর লাশের গলাকাটা ছিল।
মঙ্গলবার (৯ ফেরুয়ারি) সকালে সদর উপজেলার বরুনাগাঁও এলাকার হাজীবস্তি সংলগ্ন টাঙ্গন নদীর পাড় থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
এ দুজন হলেন- শহরের ১০ নম্বর ওয়ার্ডের আকচা কাজীপাড়া এলাকার প্রয়াত তোবারক আলীর ছেলে সাইজুল ইসলাম (৪০) ও তার স্ত্রী আসমা বেগম (৩৫)।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম জানান, ‘স্থানীয়দের কাছে খবর পেয়ে টাঙ্গন নদীর পশ্চিম পাড় থেকে সাইজুলের এবং পূর্ব পাড় থেকে তার স্ত্রী আসমার গলাকাটা লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়।’
তিনি বলেন, ‘সুরতহাল রিপোর্টে স্বামী সাইজুলের মুখে বিষের আলামত পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি বিষপান করে আত্মহত্যা করেছেন।’
পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটছে বলে ধারণা করেন ওসি তানভিরুল ইসলাম।
ঠাকুরগাঁও পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বলেন, আসমা সাইজুলের দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর ঘরে দুই মেয়ে আর দ্বিতীয় স্ত্রীর ঘরে এক ছেলে রয়েছে।
সাইজুলের বসতভিটাটি দ্বিতীয় স্ত্রী তার ছেলের নামে লিখে দেওয়ার জন্য সাইজুলকে চাপ প্রয়োগ করছিলেন। অন্যদিকে প্রথম স্ত্রী বেগম তার মেয়েদের নামে ওই বসতভিটা লিখে দেওয়ার জন্য স্বামীকে চাপ দিতে থাকেন।
পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে তিনিও ধারণা করছেন।