বিজ্ঞাপন
স্টাফ রিপোর্ট : করোনা ভাইরাস সংক্রমণ রোধে প্রথম ধাপে ১ হাজার ৮শত ৬০ ডোজ করোনার ভ্যাকসিন এসেছে পৌঁছেছে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট সিভিল সার্জন কার্যালয় থেকে সরকারি অ্যাম্বুলেন্সে করে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার ভ্যাকসিন পৌঁছানো হয়।
গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিসর চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
ডা. মনিসর চৌধুরী বলেন, ‘প্রথম ধাপে ১হাজার ৮শত ৬০ ডোজ করোনার ভ্যাকসিন আমরা পেয়েছি। যারা নিবন্ধন করেছেন তাদের ফোনে মেসেজ আসবে। এরপর নিবন্ধনকৃতরা করোনার ভ্যাকসিন গ্রহণ করবেন। তবে যারা করোনার সম্মুখযোদ্ধা তারা আগে করোনার ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন।’
প্রসঙ্গত, আগামীকাল রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে করোনা ভাইরাসের এই ভ্যাকসিন দেওয়া শুরু হবে।