বিজ্ঞাপন
বিয়ানীবাজার প্রতিনিধি : সিলেট জেলা পর্যায়ের বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায় শ্রেষ্ঠ পুলিশ অফিসার নির্বাচিত হয়েছেন। এই উপলক্ষে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সিলেটের রিকাবীবাজারের পুলিশলাইনস্থ এসপিএম সামছুল হক মিলনায়তনে জেলা পুলিশের মাসিক সমন্বয় সভায় তাঁকে শ্রেষ্ঠ অফিসার হিসেবে ঘোষণা দিয়ে ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলার পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএমসহ জেলার সকল দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এছাড়াও সিলেটের প্রতিটি থানার অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) গণ উপস্থিত ছিলেন।
বিয়ানীবাজার উপজেলার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, অস্ত্র উদ্ধার, মাদক, সাজাপ্রাপ্ত আসামী, ওয়ারেন্ট তামিল ও আন্তঃজেলা ডাকাত সর্দার গ্রেফতারসহ সার্বিক বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকে শ্রেষ্ঠ পুলিশ অফিসার নির্বাচিত করে পুরষ্কার দেয়া হয়।
এ ব্যাপারে অফিসার ইনচার্জ হিল্লোল রায় জানান, এ গৌরব শুধু তাঁর নয়, এটি বিয়ানীবাজার থানার প্রত্যেক পুলিশ সদস্যদের। তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে তারা এ গৌরব অর্জন করেছেন। এ পুরষ্কার তিনি থানার প্রত্যেক সদস্যদের উৎসর্গ করেছেন বলে জানান।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলার পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএমসহ জেলার সকল দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এছাড়াও সিলেটের প্রতিটি থানার অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) গণ উপস্থিত ছিলেন।
বিয়ানীবাজার উপজেলার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, অস্ত্র উদ্ধার, মাদক, সাজাপ্রাপ্ত আসামী, ওয়ারেন্ট তামিল ও আন্তঃজেলা ডাকাত সর্দার গ্রেফতারসহ সার্বিক বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকে শ্রেষ্ঠ পুলিশ অফিসার নির্বাচিত করে পুরষ্কার দেয়া হয়।
এ ব্যাপারে অফিসার ইনচার্জ হিল্লোল রায় জানান, এ গৌরব শুধু তাঁর নয়, এটি বিয়ানীবাজার থানার প্রত্যেক পুলিশ সদস্যদের। তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে তারা এ গৌরব অর্জন করেছেন। এ পুরষ্কার তিনি থানার প্রত্যেক সদস্যদের উৎসর্গ করেছেন বলে জানান।