বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় ডিবিপুলিশ পরিচয় দিয়ে মসজিদের মোতাওয়াল্লী নিজাম উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধকে অপহণেরর চেষ্ঠা করেছে একটি অপহরণকারী চক্র। গত বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লালাবাজার ইউনিয়নের বেতসুন্ধি (ফকিরেরগাঁও) গ্রামে এ ঘটনাটি ঘটে। নিজাম উদ্দিন ওই গ্রামের মৃত হাজী ইসমাইল আলীর ছেলে ও বেতসুন্ধি (ফকিরেরগাঁও) জামে মসজিদের মোতাওয়াল্লি।
পারিবারিক ও বাড়ির সিসি ফুটেজ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা ২৩ মিনিটে একটি নোহা গাড়ি (সিলেট-চ-১১-০৫৩৫) করে ড্রাইভারসহ চারজন যুবক নিজাম উদ্দিনের বাড়ির ভিতরে প্রবেশ করে এবং গাড়ি থেকে তিনজন যুবক নেমে নিজাম উদ্দিনের বসত ঘরের গেইটে ডাকাডাকি করেন। নিজাম উদ্দিন গেইট খুলে বেরুলে তাকে ডিবিপুলিশ পরিচয় দিয়ে তার হাত ধরে গাড়িতে উঠানোর চেষ্টা করেন এই তিন যুবক। তখন তিনি তাদের সাথে এক ধরণের দস্তদস্তি করে গেটের ভিতরে ডুকে পড়েন।
বৃদ্ধের আত্বচিৎকারে পাশের ঘরের দুই যুবক এগিয়ে আসলে অপহরনকারিরা কৌশলে পালিয়ে যায়। তবে, তিন যুবকের মধ্যে একজনকে চিনতে পেরেছেন বলে জানিয়েছেন নিজাম উদ্দিন। তিনি যাকে চিনেছেন ঔ ব্যক্তি কিছুদিন আগে তার সাথে দেখা করে এবং মোবাইল ফোনে সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদা দাবি করে হুমকি দিয়েছে বলে ও তিনি জানান।
এ ব্যাপারে নিজাম উদ্দিন বলেন, শাহ আব্দুর রহিম (রহ.) মাজারের দানবাক্স নিয়ে দুই পক্ষের দীর্ঘদিন যাবৎ দ্বন্ধ চলছে। স্থানীয়রা তাকে ৩য় পক্ষ হিসেবে মাজারের দেখা শুনার দায়িত্ব দিয়েছেন। আর এই দায়িত্ব তিনি পালন করছেন। এই দ্বন্ধ থেকেই তাকে অপহরণ করার চেষ্টা করা হয়েছে। তবে, এই ঘটনায় পর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভোগছেন বলে জানিয়েছেন। তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান।
এব্যাপারে দক্ষিণ সুরমা থানার অফিসার্স ইনচার্জ মো. মনিরুল ইসলাম বলেন, এরকম কোন অভিযোগ তিনি পাইনি।