Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-02-13T04:54:00Z
গোলাপগঞ্জ

কবরস্থানের উপর সরকারি ঘর নির্মাণের প্রতিবাদে গোলাপগঞ্জে মানববন্ধন

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জের বাদেপাশায় ঘনবসতিপূর্ণ এলাকা ও গোরস্তানের উপর সরকারি ঘর নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বাদ জুম্মা বাদেপাশা ইউনিয়নের বাগলা দক্ষিণপাড়া গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন গোলাম মুস্তফা, শিক্ষক আজিজ উদ্দিন রহিম, সিরাজ উদ্দিন, আব্বাস উদ্দিন, শিক্ষক ময়েজ উদ্দিন, রাসেল আহমদ তালুকদার, গিয়াস উদ্দিন, হাফিজ হেলাল উদ্দিন, বদরুল ইসলাম, বাহরাম উদ্দিন, মইন উদ্দিন।

এসময় বক্তারা প্রথমেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন, গৃহহীন ও ভূমিহীনদের জন্য ঘর নির্মাণ করে দিয়ে তিনি অসহায়দের মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছেন।

তারা বলেন, বাগলা গ্রাম একটি ঘনবসতিপূর্ণ এলাকা। এ গ্রামে প্রায় ৩শ পরিবারের বসবাস। গৃহহীনদের জন্য যে জায়গায় ঘর নির্মাণ করার উদ্যোগ নেয়া হয়েছে সেখানে আমাদের পূর্ববর্তী কয়েকজনের গোরস্থান রয়েছে। গোরস্তানের উপর ঘর নির্মাণ করা কোন ভাবেই কাম্য নয়। যদি এখানে ঘর নির্মাণ করা হয় তাহলে এই এলাকার মানুষের অনেক ক্ষতি হবে। প্রায় ২৫ টি পরিবারের এখানে ঘর নির্মাণ করে দিলে একদিকে গোরস্তানের ভাবমূর্তি নষ্ট হবে সেই সাথে এলাকায় একটা বিশৃঙ্খলা দেখা দিবে।

তারা সরকার এবং স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এ জায়গায় ঘর নির্মাণ না করে বাদেপাশা ইউনিয়নে অনেক খাস জায়গা রয়েছে সেখানে ঘর নির্মাণ করে দেয়ার জন্য৷ প্রয়োজনে খাস জমির সন্ধানে তারাও সহযোগিতা করবেন বলে জানান।

মানববন্ধনে বাগলা দক্ষিণপাড়া গ্রামের কয়েক শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ