বিজ্ঞাপন
স্টাফ রিপোর্ট : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ভোলাগঞ্জ এলাকায় ক্রাশার মিলে ডাকাতি করার সময় ডাকাত সর্দার ইকবাল হোসেন (২৬) জনতার হাতে আটক। পূর্বেও সে চুরি ও ডাকাতির দায়ে অনেকবার জেল খেটেছেন। সে উপজেলার ভোলাগঞ্জ আদর্শগ্রামের আপ্তাব মিয়ার পুত্র।
সোমবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ভোলাগঞ্জ ১০ নং এলাকার সুলাইমান ও জালাল মিয়ার ক্রাশার মিলে ডাকাত সর্দার ইকবাল হোসেনসহ ৪-৫জন ডাকাতি করতে যায়। এ সময় ক্রাশার মিলের ম্যানেজার ও স্থানীয় জনতা তাদের ধাওয়া করে ইকবাল হোসেনকে আটক করে এবং বাকি ডাকাতরা পালিয়ে যায়। পরে তাঁকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করেন।
কোম্পানীগঞ্জ থানার এসআই আনোয়ার হোসেন জানান, ভোলাগঞ্জ ১০ নং এলাকা থেকে সময় স্থানীয় জনতা তাকে ধরে ওসি স্যারের নির্দেশে থানায় হস্তান্তর করেন। তার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে