বিজ্ঞাপন
স্টাফ রিপোর্ট: গোলাপগঞ্জ পৌরসভার নব-নির্বাচিত মেয়র আমিনুল ইসলাম রাবেলকে ৬ নং ওয়ার্ডবাসির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টায় ঘোগারকুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ সংবর্ধনা প্রদান করা হয় ।
বিশিষ্ট মুরব্বী হাসনু মিয়ার সভাপতিত্বে ও তরুন সমাজকর্মী আব্দুল আজিজ সুহিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সংবর্ধিত অতিথি ২য় বারের মত নির্বাচিত গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইলাম রাবেল।
তিনি তার বক্তব্যে বলেন, পৌরবাসীর ভালবাসা ও আস্থায় আমি আবারো আপনাদের খেতমত করার সুযোগ পেয়ছি। আমি আপনাদের খাদিম হয়ে সেবা করে যাবো। আপনাদের পবিত্র আমানতের খেয়ানত আগেও করিনি এখনো করবোনা। আপনারা শুধু আমার পাশে থাকবেন।
সংবর্ধনা অনুষ্টানে বক্তব্য দেন, এলাকার মুরব্বী স্যামুয়েল আহমদ চৌধূরী, খালেদ মাহমুদ পুতুল, মিন্টু রায়, সাবেক কাউন্সিলর আব্দুল জলীল, যুবলীগ নেতা এনায়েত করীম খুকন, বাউল আব্দুল খালিক, সাংবাদিক জাহেদুর রহমান জাহেদ, তরুন সমাজ কর্মী সাইবুল আহমদ সজল।
উপস্থিত ছিলেন, ফরহাদ আহমদ চৌধূরী, আব্দুস শহীদ সইফ, ইউনুছ আহমদ চৌধূরী খুকন, তোফায়েল আহমদ চৌধূরী, সিরাজ উদ্দিন, লতিব আলী, নজরুল ইসলাম সুনা, খলিলুর রহমান, ফজলুর রহমান, বাচ্ছু দেব নাথ, সৈয়দ শামীম আহমদ সাহিদ, হেবজু মিয়া, নজরুল ইসলাম, সৈয়দ শামীম আহমদ, আং জলিল জড়ই, যুবলীগ নেতা তোরন তালুকদার, ছাত্রলীগ নেতা সাকিল হোসেন। টিপন চৌধূরী, তাজ উদ্দিন, তরুন সমাজকর্মী সৈয়দ নাছের আহমদ, সৈয়দ মাসুদ আহমদ, সৈয়দ মারুফ আহমদ, আং মুকিত, ছাদেক বাচ্ছু, জামাল উদ্দিন, আং মতিন রন্টু, রফিক রাজা, সৈয়দ রেশাদ আহমদ, আং সামাদ নিদন সহ ৬নং ওয়ার্ডে সর্বস্তরের নাগরিক বৃন্দ।
অনুষ্ঠানের শেষে বৃহত্তর ওয়ার্ডবাসীর পক্ষ থেকে মেয়রের হাতে একাধীক ক্রেস্ট ও ফুলের তোড়া তুলে দেওয়া হয়।