Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-02-07T08:41:41Z
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে করোনার প্রথম টিকা নিলেন ডা: শাহনেওয়াজ

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী করোনার ভ্যাকসিন টিকাদান কার্যক্রমের ন্যায় গোলাপগঞ্জেও করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। প্রথমেই গোলাপগঞ্জ উপজেলার হয়ে করোনার টিকা গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডিজিস কন্ট্রোল ডা: মো: শাহনেওয়াজ রহমান। 

রোববার (৭ ফেব্রুয়ারি) দুপুরে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মনিসর চৌধুরীর সভাপতিত্বে ও আবাসিক মেডিকেল অফিসার ডা: শাহিনুর ইসলাম শাহিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম কবির, উপজেলা ভাইস-চেয়ারম্যান মনসুর আহমদ, উপজেলা নির্বাচন অফিসার সাইদুর রহমান, গোলাপগঞ্জ মডেল থানার তদন্ত অফিসার আবুল কাসেম, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ,  উপজেলার বাদেপাশা ইউনিয়নের চেয়ারম্যান মস্তাক আহমদ, সিনিয়র সাংবাদিক অজামিল চন্দ্র নাথ প্রমুখ। 

সিলেট সিভিল সার্জন অফিস থেকে আজকে নিবন্ধনকৃত ৪৩ জনের তালিকা এসেছে। প্রথমেই ৫ জন করোনার ভ্যাকসিন গ্রহণ করেন। এর মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: শাহিনুর ইসলাম শাহিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: উচিত কুমার সিনহা, গোলাপগঞ্জ মডেল থানার এসআই আশীষ চন্দ্র তালুকদার ও উপজেলার বাঘা ইউনিয়নের একটি শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষিকা সীমা তালুকদার।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ