Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-02-19T20:08:13Z
সারাদেশ

আব্দুল মুমিত ফারুকের মৃত্যুতে গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাষ্টি, ইউ’কের শোক প্রকাশ

বিজ্ঞাপন

প্রবাস ডেস্ক : বিশিষ্ট সমাজসেবক, কমিউনিটি ব‍্যক্তিত্ব, সমাজহিতৈষী, অতিব সজ্জন ব্যক্তিত্ব ও সিলেট শহরের লাল বাজারে "হোটেল বনগাঁও"এর সত্ত্বাধিকারী এবং গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাষ্টি, ইউ’কের ট্রাষ্টি আব্দুল মুমিত ফারুক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ ১৯ ফেব্রুয়ারি সকাল ১০.৪৫ মিনিট লুটন ডানেস্টেবুল হসপিটালে তিনি ইন্তেকাল করেন

বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মুমিত ফারুক এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ জানিয়েছেন গোলাপগঞ্জ উপজিলা এডুকেশন ট্রাষ্টের সভাপতি - আলতাফ হোসেন বাইস, সাধারন সম্পাদক- মোস্তাফিজুর রহমান চৌধুরী( রুহুল), কোষাধ্যক্ষ জবরুল ইসলাম লনি, জালালাবাদ এসোসিয়েশন ইউকে'র সেক্রেটারি মো: আমিনুল হক জিল্লু, প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল। তার এক যৌথ বিবৃতিতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং পরিবার ও আত্মীয়-স্বজন সবাইকে এই কঠিন সময়ে ধৈর্য্য ধারনের তৈফিক দান করেন এই কামনা করেন।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ