Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-02-01T08:15:13Z
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে ডাবল হ্যাটট্রিক মনোয়ারা ফেরদৌস মনাক্কার

বিজ্ঞাপন

স্টাফ রিপোর্ট : টানা ৬ষ্ট বারের মতো মহিলা কাউন্সিলর পদে জয় লাভ করেছেন মনোয়ারা ফেরদৌস মনাক্কা। তিনি গোলাপগঞ্জ ইউনিয়ন থাকা অবস্থায় পর পর দুই বার এবং গোলাপগঞ্জ পৌরসভার ৪টি নির্বাচনে পর পর চার বারই ৩নং ওয়ার্ডে মহিলা কাউন্সিলর হিসেবে জয়ী হন। এ নিয়ে তিনি নির্বাচনে ডাবল হ্যাটট্রিক করেন।

জানা যায়, মনোয়ার ফেরদৌস মনাক্কা ২০০১ সালে পৌরসভা গঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত তিনি হারেননি।  বিপুল ভোটে প্রতিবারই জয়লাভ করেন তিনি।

সর্বশেষ গত শনিবার (৩০ জানুয়ারি) পৌর নির্বাচনে ৩ হাজার ৪৯৯ টি পেয়ে বেসরকারিভাবে ৩নং (৭,৮,৯) ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে কাউন্সিল নির্বাচিত হয়েছেন তিনি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শামীমা বেগম আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ২হাজার ২৩৩ টি ভোট।

উল্লেখ, গোলাপগঞ্জ পৌর নির্বাচনে ৪জন মেয়র প্রার্থীর পাশাপাশি সংরক্ষিত ১০জন মহিলা কাউন্সিলর প্রার্থী ও ৪৭জন সাধারণ কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।





বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ