Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-02-09T13:38:33Z
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে তৃতীয় দিন করোনার টিকা নিলেন ৯০ জন, সবাই সুস্থ

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তৃতীয় দিন করোনার টিকা গ্রহণ করেছেন ৯০ জন। এর মধ্যে গোলাপগঞ্জের বিভিন্ন শ্রেনীর মানুষ রয়েছেন।  এনিয়ে তিনদিনে করোনার টিকা গ্রহণ করলেন ১৪৮ জন। 

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: শাহিনুর ইসলাম শাহিন। 

তিনি বলেন, গত দুইদিনসহ আজকের দিন মিলিয়ে এখন পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকা গ্রহণ করেছেন ১৪৮ জন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুইটি বুথে এ টিকাদান কার্যক্রম চলছে। 

তিনি বলেন, প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে। সেই সাথে সবাইকে ভয় না পেয়ে রেজিষ্ট্রেশন করে টিকা গ্রহণ করার জন্য আহবান জানান তিনি।

উল্লেখ্য, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ হাজার ৮শত ৪২ ডোজ করোনার ভ্যাকসিন এসেছে।



বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ