Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-01-31T18:39:23Z
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে কাউন্সিলর পদে রুহিন খানের হ্যাটট্রিক জয়

বিজ্ঞাপন

স্টাফ রিপোর্ট : গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে হ্যাটট্রিক জয় করেছেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুহিন আহমদ খান। তিনি ৫নং ওয়ার্ডে পর পর তৃতীয় বারের মত বিজয় লাভ করেন।
 
পানির বোতল প্রতীক নিয়ে তার প্রাপ্ত ভোট ছিল ৬শত ৩১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গাজর প্রতীক নিয়ে মোঃ মুজিবুর রহমান মুহিব পেয়েছেন ৩শত ১৮ ভোট। গাজর প্রতীক নিয়ে ৩১৮ভোট, আবুল হোসেন বাদশা ডালিম প্রতীকে ২৯০ভোট, ফয়জুর রহমান বদরুল উট পাখি প্রতীকে ২০৬ ভোট, কবির আহমদ পাঞ্জাবী প্রতীকে ১৪৩টি ভোট ও সোলেমান আহমদ টেবিল ল্যাম্প প্রতীকে ১২০টি ভোট পেয়েছেন।  

রুহিন আহমদ খান বলেন, ৫নং ওয়ার্ডবাসী আমায় ভালবেসেই বার বার কাউন্সিলর নির্বাচিত করে। আমিও তাদের সেবায় সব সময় নিজেকে নিয়োজিত রাখি। আমায় বিজয়ী করতে যারাই কষ্ট করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ।  



বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ