বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : বাংলাদেশে করোনাভাইরাসের টিকা নেয়ার জন্য রেজিস্ট্রেশন করা দেয়া হবে, টেলিফোনে এমন প্রস্তাব রেখে অভিনব প্রতারণার ফাঁদ পেতেছে একটি চক্র। চক্রের এই নতুন ফাঁদে পড়েন বিয়ানীবাজারের এক পরিবার।
ভুক্তভোগী পরিবারের এক কিশোরী সদস্য জানান, পরিবারের ব্যবহৃত মোবাইলে 01909955936 নম্বর থেকে ফোন কল আসে সোমবার রাত ৮.৫১ মিনিটে। যথারীতি কল রিসিভ করার পর ওপর পাশের লোকটি করোনাভাইরাসের টিকার রেজিস্টেশন চালু হওয়ার কথা হবে। তারপর বলে মোবাইলে একটা কোড যাবে কোডটি তাকে দেওয়ার জন্য। কিন্তু সচেতন এই পরিবার তার এই ফাঁদের পা না বাড়িলে ভুল কোড দেন৷ সে তখন কোড আবার দিতে বলে। এবার তারা কল কেটে দেন। সে আবার কল দিলেও তারা আর কল রিসিভ করেননি।
জানা যায়, অভিযোগ উঠেছে যে টিকা রেজিস্ট্রেশনে সহায়তার কথা বলে অনেকের মোবাইল ফোন থেকে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়া হচ্ছে, অনেকের মোবাইল ওয়ালেটের টাকা গায়েব করে দেয়া হয়েছে।
ঢাকার সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের কাছে এ নিয়ে কয়েকটি অভিযোগ এসেছে বলে জানিয়েছেন সংস্থাটির প্রেসিডেন্ট কাজী মুস্তাফিজ।এ ব্যাপারে পুলিশের সাইবার অপরাধ বিভাগ থেকে বিয়ানীবাজার থানা পুলিশ পর্যন্ত সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ।
করোনাভাইরাসের বিরুদ্ধে বাংলাদেশে যখন পুরোদমে টিকা দেয়ার কর্মসূচি শুরু হয়েছে, তখনই টিকা দেওয়ার নামে প্রতারণার নতুন এমন অভিযোগ সামনে এলো।