বিজ্ঞাপন
স্টাফ রিপোর্ট: ইসলাম ধর্ম গ্রহণ করছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এক সদস্য। তিনি গত ২৪ ডিসেম্বর নোটারি পাবলিক সিলেটের মাধ্যমে শপথনামা পূর্বক হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে পূর্বের নাম অজয় দাশের পরিবর্তে নতুন নাম রাখেন খাঁন মোহাম্মদ আব্দুল্লাহ আল আমিন।
শপথনামায় তিনি উল্লেখ করেন, তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানার দরগাপাশা নোয়াগাও গ্রামে। তার পিতার নাম নিশা রানী দাশ ও মাতা হরিবল দাশ। আর তিনি বর্তমানে এসএমপি'র পুলিশ লাইনে কর্মরত আছেন।
শপথনামায় আরও উল্লেখ করেন, তিনি একজন প্রাপ্ত বয়স্ক সুস্থ জ্ঞান সম্পন্ন মানুষ। ভালো মন্দ যে কোন সিদ্ধান্ত নিতে সক্ষম। তাই তিনি বিভিন্ন ইসলাম ধর্মের বই পুস্তক পড়িয়া এবং ইসলাম ধর্মের অনুসারী বিভিন্ন মানুষজনের সাথে মিশে তার দৃঢ় বিশ্বাস জন্মে যে, ইসলামই একমাত্র সত্য, সঠিক ও শান্তির ধর্ম।
তাই ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে হাজীবাড়ি জামে মসজিদ আক্তারপাড়ার ইমাম ও খতিব হাফেজ আবু খালেদ এর নিকট পবিত্র কালিমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
এতে কারো দ্বারা প্রভাবিত বা প্ররোচিত না হয়ে কোনোরূপ ভয়ভীতি ব্যতি রেখে শপথনামা সম্পাদন করেন।