বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জে সামাজিক সংগঠন রংধনু ফাউন্ডেশনের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী ও ৪র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলনমেলা ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ জানুয়ারি) বিকাল ৩ টায় উপজেলা অডিটোরিয়ামে স্বেচ্ছাসেবী মিলনমেলা ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি তাজুল ইসলাম রাসেলের সভাপতিত্বে ও তরুণ সংগঠক জামিল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক শুভ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক সরওয়ার হোসেন।
সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল আলীম রাফির কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, আওয়ামীলীগ নেতা জগলু চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট পল্লী বিদুৎ সভাপতি-১ এর সভাপতি, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তাফাদার, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগ সাবেক সাধারন সম্পাদক এম এ ওয়াদূদ এমরুল, সংগঠনের উপদেষ্টা আব্দুল আহাদ, জুলফুর রহমান জুলু প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সংগঠনের দায়িত্বশীল ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বেচ্ছাসেবী মিলনমেলা ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠানে দেশের প্রায় ২৬ টি সংগঠনকে সংবর্ধনা প্রদান করা হয়।