বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : সিলেটর দুই পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা বিজয়ী হয়েছেন। তবে মৌলভীবাজার পৌরসভায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। শনিবার (৩০ জানুয়ারি) দিনভর ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফল ঘোষণা করা হয়।
গোলাপগঞ্জ : গোলাপগঞ্জে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী (বর্তমান মেয়র) আমিনুল ইসলাম রাবেল জগ প্রতীকে ৫ হাজার ৮৫১টি ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের অপর বিদ্রোহী প্রার্থী সাবেক মেয়র জাকারিয়া আহামদ পাপলু মোবাইল প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৫৫৮টি ভোট।
এছাড়া ধানের শীষের মেয়রপ্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন ৪ হাজার ২২২টি ভোট পেয়ে আছেন তৃতীয় স্থানে। আর নৌকার প্রার্থী মো. রুহেল আহমদ পেয়েছেন ১ হাজার ১৭৫টি ভোট।
জকিগঞ্জ : জকিগঞ্জ পৌরসভা নির্বাচনেও আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী আব্দুল আহাদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন দুই হাজার ১০৪টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বিও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফারুক আহমদ। জগ প্রতীকে তিনি পেয়েছেন দুই হাজার ৮৭ টি ভোট।
স্বতন্ত্র প্রার্থী ইসলামী সংগঠন ‘আল ইসলাহর’ পৌর সভাপতি হিফজুর রহমান মোবাইল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৯৮৫ ভোট। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারর কার্যালয় থেকে এ পৌরসভায় আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়নি।
মৌলভীবাজার : এদিকে, মৌলভীবাজার পৌরসভায় জয়লাভ করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফজলুর রহমান। তিনি নৌকা প্রতীকে ১৩ হাজার ৬৯৭ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো. অলিউর রহমান ৩ হাজার ৭৩৩ ভোট। পেয়েছেন।
এর আগে শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই তিন পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়।