বিজ্ঞাপন
স্টাফ রিপোর্ট : গোলাপগঞ্জের পৌর শহরের চৌমুহনীস্থ ড্রেইনের উন্নয়নের কাজ করতে গিয়ে গ্যাস লাইন ক্ষতিগ্রস্ত হয়ে লিকেজের সৃষ্টি হয়। এ খবর পৌর শহরে ছড়িয়ে পড়লে জনসাধারণের মধ্যে আতংক দেখা দেয়।
শুক্রবার রাত ৮ টার দিকে গোলাপগঞ্জ চৌমুহনীর ভাই ভাই রেস্টুরেন্টের সামনে এ ঘটনাটি ঘটে।
খবর পেয়ে তাৎক্ষণিক গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে আশপাশ থেকে লোকজনকে সরিয়ে দেয় এবং আশেপাশে কেউ আগুন না ধরাতে মাইকে আহবান করে। এসময় দুর্ঘটনা এড়াতে উপজেলায় প্রায় ঘন্টা খানেক বিদ্যুৎ বন্ধ করা হয়।
পরে খবর পেয়ে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ এসে গ্যাস লাইনের লিকেজ মেরামত করলে পৌরবাসীর আতংকের অবসান ঘটে।