বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নবাগত নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম কবির বলেছেন, বাংলাদেশে দুই কোটি মানুষকে বিভিন্ন ভাবে সামাজিক সহায়তা দেয়া হচ্ছে। পৃথিবীর উন্নত দেশের মত বাংলাদেশে সামাজিক খাতে সরকার প্রতি বছর বাজেটে বড় ধরনের অর্থ বরাদ্দ করে। সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকার বেশ গুরুত্ব দিয়ে কাজ করছে। এক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উদ্যোগের কথা তিনি উল্লেখ করে বলেন গৃহহীনদের গৃহ নির্মানের পাশাপাশি ভূমিসহ গৃহ দান করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্ঠায় দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে আশার আলো জ্বলে উঠছে।
শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় সমাজসেবা দিবস ২০২১ উপলক্ষে আলোচনা সভা, রোগাক্রান্তদের মধ্যে চেক বিতরণ, প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।
এ উপলক্ষে উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ নুরুল হকের সভাপতিত্বে ও সমাজসেবা অফিসের সহকারী সাহেদ আহমদ আরাবির পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি ও গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কামান্ডার আলহাজ্ব শফিকুর রহমান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক আলী হুসেন, কৈলাশ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি রায়হান রাজু, বাগীরঘাট যুব সংঘের সভাপতি আবুল হোসেন, রুস্তমপুর জালালাবাদ আদর্শ যুব সংঘের সভাপতি সাইদুল ইসলাম, ভাদেশ্বর মাইজভাগ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সুহেল আহমদ, গোলাপগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবী নাদিম মাহমুদ শিপলু, রেফারী এসোসিয়েশনের প্রতিনিধি আমিনুল হক লিটন,কালীজুরী প্রভাতী সংঘের সভাপতি হিফজুর রহমান প্রমুখ।
এসময় ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্তদের মধ্যে ১২ লক্ষ টাকার চেক ও ২৮ জন প্রতিবন্ধীর মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়।