বিজ্ঞাপন
ফাহিম আহমদ : বাংলাদেশ ছাত্রলীগ ৭৩ বছর পেরিয়ে ৭৪ বছরে পদার্পণ করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে দিবসটি। গোলাপগঞ্জে পালিত হয়েছে অনেকটা বিচ্ছিন্নভাবে। যার কারণ গত প্রায় ৭ বছর থেকে কমিটিহীন রয়েছে উপজেলা ছাত্রলীগ। তবে কি কারণে হচ্ছে না কমিটি? কমিটি না হওয়ার পিছনে কাদের হাত রয়েছে; এমন প্রশ্ন ঘুরেফিরে আসছে বারবার।
সোমবার (৪ জানুয়ারি) ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোলাপগঞ্জ উপজেলা, পৌর ও ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে উপজেলার বেশ কয়েকটি জায়গায় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় পৌরসভা প্রাঙ্গণে বাংলাদেশ ছাত্রলীগ গোলাপগঞ্জ উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হেতিমগঞ্জে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটা, পৌর সদরের গোল্ডেন গ্রুপের কার্যালয়ে উপজেলা ও পৌর ছাত্রলীগের উদ্যোগে কেক কাটা ও উপজেলার বাঘা ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে বাঘা পরগনা বাজারে, উপজেলার বুধবারী বাজার ইউনিয়নে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
এসময় এসব আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে উপজেলার সাবেক-বর্তমান ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, উপজেলা ছাত্রলীগের কমিটি না হওয়ার পিছনে বিভিন্ন কারণ রয়েছে। যার মধ্যে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য বিভিন্ন গ্রুপের মধ্যে বিবাদমান দ্বন্দ্বের কারণে কোন ভাবেই কমিটি হচ্ছে না। বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে আছেন ছাত্রলীগের কর্মীরা। কমিটি না থাকা সত্বেও অনেকে নিজেকে উপজেলা ছাত্রলীগ নেতা বলে দাবি করেন। এনিয়ে বিভিন্ন সময় বিভিন্ন গ্রুপের নেতা-কর্মীদের মধ্যে কথা-কাটাকাটি, মারামারি পর্যন্ত হয়ে থাকে।
কমিটির না হওয়ার বিষয়ে জানতে চাইলে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এম এ ওয়াদুদ এমরুল সিলেট-৬ আসনের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উপজেলায় ছাত্রলীগের কমিটি হোক সেটা তিনি চান না বলে জানান।
তিনি বলেন, আমরা দুই যুগেরও বেশি সময় উপজেলায় ছাত্রলীগের রাজনীতি করেছি। আমাদের সময় কোন ধরণের গ্রুপিং ছিলো না। সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আমাদের কমিটির মেয়াদ শেষ হওয়ার পর কখনো চাননি উপজেলায় ছাত্রলীগের কমিটি ঘটিত হোক।
এমরুল বলেন, গত কয়েক বছর থেকে উপজেলায় বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে তারা বছরে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে আসছে। যেখানে সিলেটে কমিটি নেই সেখানে আমাদের উপজেলায় কমিটি ভাবাই যায় না। মাঝে একবার কমিটি আসলেও পরে সেটি বাস্তবায়িত হয় নি।