বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী বলেছেন, সত্যিকারের আওয়ামীলীগ যারা করে, বঙ্গবন্ধু আদর্শকে যারা বুকে লালন করে তারা কখনো নৌকার বিপক্ষে কাজ করবেনা। গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের দুজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন, আমি তাদের অনুরোধ করবো তারা যেন নির্বাচন থেকে সরে গিয়ে নৌকার পক্ষে কাজ করে। তিনি সোমবার রাত ৯টায় পৌর এলাকার কদম গাছের তলস্থ নৌকার প্রধান কার্যালয়ে নির্বাচনী কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিক আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট রঞ্জিত সরকার, সিলেট জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন, মঞ্জুর শাফি চৌধুরী এলিম, এড. ফখরুল ইসলাম, মহানগর আওয়ামীলীগ নেতা মুক্তা খান।
এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু, আওয়ামীলীগ নেতা জিল্লুর রহমান, মুবিন আহমদ জায়গীরদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খায়রুল হক, যুক্তরাজ্য সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার সামছুল ইসলাম বাচ্চু , পৌর আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন ইরান, শাহাবুদ্দিন আহমদ, পৌর ছাত্রলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য, আফজাল হোসেইন সোহেল, মাজেদ শরীফ চৌধুরী, চয়ন চৌধুরী প্রমুখ।
এছাড়াও উপজেলা ও পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।