বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জে নিজ কেন্দ্রে প্রথম ভোট দিয়েছেন মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র আমিনুল ইসলাম রাবেল। শনিবার সকাল ৮টায় পৌরসভার ৫নং ওয়ার্ড দাড়িপাতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনি ভোট প্রদান করেন।
এদিকে ভোরের কুয়াশা উপেক্ষা করে বিভিন্ন ভোট কেন্দ্রে ভোট দিচ্ছেন ভোটাররা সকাল ৮টা শুরু হয়েছে ভোট গ্রহণ। পৌরসভার ৯টি কেন্দ্রে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে।
এবারের নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুহেল আহমদ নৌকা প্রতীক, জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী দলীয় পৌর বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন ধানের শীষ প্রতীকে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান মেয়র আমিনুল ইসলাম রাবেল জগ প্রতীক এবং সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু মোবাইল ফোন প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।