বিজ্ঞাপন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: বিশ্বমহামারী করোনাকালীন সময়ে জনসচেতনতা বৃদ্ধি ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি শেরে বাংলা স্মৃতি পদক ২০২০ পেলেন শাহ মোহাম্মদ জামাল উদ্দিন।
শাহ মোহাম্মদ জামাল উদ্দিন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ১ নং ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দায়িত্বরত আছেন।
গত ২৫ ডিসেম্বর ঢাকাস্থ শেরে বাংলা গবেষণা পরিষদের এক বৈঠকে শাহ মোহাম্মদ জামাল উদ্দিনকে সমাজ সেবায় বিশেষ অবদানের জন্যে এই পুরুষ্কারে ভূষিত করা হয়।
উল্লেখ্য, দেশের বিভিন্ন পদাধিকারী জনপ্রতিনিধিকে সমাজসেবায় বিশেষ অবদান সরুপ প্রতি বছর শেরে বাংলা গবেষণা পরিষদ ও অগ্রগামী ভিসন মিডিয়ার পক্ষ থেকে এই পুরুষ্কার দেওয়া হয়।
পুরুষ্কার প্রাপ্তির পর শাহ জামাল উদ্দিন প্রতিবেদককে বলেন,শেরে বাংলা গবেষণা পরিষদকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি আমাকে উক্ত পুরুষ্কারে ভূষিত করার জন্যে।প্রাপ্ত পুরুষ্কারে আমি সামাজিক কাজে আরো দায়বদ্ধ হওয়ার সংকল্প করলাম।আমি সাধারণ মানুষের কল্যাণে সব সময় কাজ করে যাচ্ছি।ইনশাল্লাহ ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখতে চাই।
বিশ্ব মহামারী করোনা মোকাবেলায় আমার নেতৃত্বে ইসলামপুর ইউনিয়ন পরিষদের সদস্যরা সব সময় সাধারণ মানুষকে সচেতনতা বৃদ্ধি বিষয়ক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।মহামারী করোনা (কভিড ১৯) থেকে বাচার অন্যতম উপায় হচ্ছে সবাইকে জনসমাগম পরিহার করা। সামাজিক দুরত্ব বজায় রাখা।ঘন ঘন হাত ধৌত করা এবং হ্যান্ড সেনিটাইজার ও মাস্ক ব্যবহার করা।