Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-01-08T13:48:25Z
আন্তর্জাতিকগোলাপগঞ্জ

লন্ডন রেডব্রীজ কাউন্সিল'র কেবিনেট সদস্য নির্বাচিত গোলাপগঞ্জের খায়ের চৌধুরী

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্যের রেডব্রীজ কাউন্সিলের অপরাধ, জননিরাপত্তা ও  কমিউনিটি শৃঙ্খলার জন্য কেবিনেট সদস্য নির্বাচিত হয়েছেন গোলাপগঞ্জের খায়ের চৌধুরী। 

খায়ের চৌধুরী উপজেলার পৌর এলাকার সরস্বতী বড়বাড়ী গ্রামের নেওয়াজ উদ্দিন চৌধুরীর বড় ছেলে। 

মর্যাদার দিক দিয়ে তিনি এখন যুক্তরাজ্যের স্বরাষ্ট্রসচিবের সমান সুযোগ সুবিধা ও প্রটোকল ভোগ করবেন। এর আগে খায়ের চৌধুরী ২৪ বছর বয়সে রেডব্রীজ সিটির ভ্যালেন্টাইন ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন। 

কাউন্সিলর খায়ের চৌধুরী জানান, একটি চ্যালেঞ্জিং সময়ে এই দায়িত্ব গ্রহন করেছি। আমরা মহামারী করোনা ভাইরাসের মধ্যে রয়েছি যা প্রতিদিন মানুষকে হত্যা করে চলেছে।'

খায়ের বলেন, 'আমি সর্বোচ্চ চেষ্টা করব আমার কাউন্সিলের এলাকার লোকজনকে অপরাধ ও ভাইরাস থেকে রক্ষায় কাজ করতে। রেডব্রীজের  পুলিশ এবং আমাদের প্রতিনিধি দলের সাথে আমি কাজ করে রেডব্রীজের নাগরিকদের সেবা দিয়ে যাচ্ছি।''

তিনি আরো বলেন, ভ্যালেন্টাইনস ওয়ার্ড  তথা আমার নির্বাচনী এলাকার ভোটারদের  ধন্যবাদ জানাতে চাই যারা ২০১৪ সালে যখন আমার বয়স ছিল মাত্র ২৪ বছর আমাকে তাদের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত করেছিলেন। যে ভোটাররা আমাদের দলকে ক্ষমতায় এনেছে আমি তাদের নিকট সর্বদা কৃতজ্ঞ থাকব।''

বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ