বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: বিয়ানীবাজারে একটি ভ্রাম্যমান মেলা থেকে মোবাইল চুরির অভিযোগে কালাম নামের এক যুবককে গণপিঠুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন উত্তেজিত জনতা।
শুক্রবার (২২ জানুয়ারি) রাতে পৌরশহরের পঞ্চখণ্ড হরগোবিন্দ (পিএইচজি) সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে।
জানা যায়, হিজবে এলাহী বিয়ানীবাজারের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে বসা ভ্রাম্যমাণ মেলায় মোবাইল চুরিকালে চোরচক্রের এক সদস্যক গণধোলাই দিয়েছে উত্তেজিত জনতা। শুক্রবার রাতে সংঘবদ্ধ চোরচক্র এক যুবকের মোবাইল ও নগদ অর্থ নিয়ে পলায়নকালে কালাম নামের এক যুবককে আটক করা হয়। এসময় স্থানীয় জনতা এগিয়ে আসলে চুর চক্রের অপর দুই সদস্য পালিয়ে যায়। পরে আটক কালামকে উত্তম মাধ্যম দিয়ে বিয়ানীবাজার থানা পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয় জনতা। পরে পুলিশ হেফাজতে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
চুরির ঘটনায় মোবাইলের মালিক মারজান আহমদ বাদী হয়ে থানায় ৩ জনকে আসামী করে বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করেছেন।
এ তথ্য নিশ্চিত করে বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায় বলেন, অভিযোগের প্রেক্ষিতে আমরা আইনআনুগ ব্যবস্থা গ্রহণ করবো।