বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জের বাঘায় শীতার্তদের পাশে দাঁড়ালো তিন বান্ধবী।
শীতার্তদের সাহায্য করতে তিন বান্ধবী ইয়াসমিন সুলতানা, রুপালি আক্তার রুপা এবং তানিয়া বেগম উইন্টার প্রজেক্টের কাজ হাতে নেয়।
তারা বন্ধু বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় সোমবার উপজেলার বাঘা ইউনিয়নের এখাসপুর গ্রামে ৫৫ টি পরিবারের হাতে শীতবস্ত্র তুলে দেয়।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য আলাউদ্দিন, উইন্টার প্রজেক্টের উদ্যোক্তা ইয়াসমিন সুলতানা, রুপালি আক্তার রুপা, তানিয়া বেগম, ওয়াকার ফাউন্ডেশন বাংলাদেশ'র সহ সভাপতি তানিয়া তান্নি, নিশাত তাসনিম নিশি , তৌহিদা তাসনীম তারিন, বিশিষ্ট সমাজসেবী জাহাঙ্গীর আলম, মোঃ আলবাব হোসাইন, এমরান আহমদ, আহমেদ সুলতান, মোঃ নাহিদ আহমদ, মাহমুদ আল মিসবাহ, মোঃ কামরান আহমদ প্রমুখ।
উইন্টার প্রজেক্টের উদ্যোক্তা ইয়াসমিন সুলতানা বলেন, আমরা চাই আমাদের মতো আরও ছেলে মেয়েরা এভাবে বন্ধু বান্ধবী মিলে নিজস্ব উদ্যোগে নিয়ে এগিয়ে আসুক সমাজের প্রয়োজনে। পাশে দাড়াক অসহায় সুবিধা বঞ্চিত মানুষগুলোর পাশে। আমরা চাইলেই এই সমাজ পরিবর্তন করে দিতে পারি। আমাদের এ সমাজিক উদ্যোগগুলো সবসময় অব্যাহত থাকবে।
শীতার্তদের সাহায্য করতে তিন বান্ধবী ইয়াসমিন সুলতানা, রুপালি আক্তার রুপা এবং তানিয়া বেগম উইন্টার প্রজেক্টের কাজ হাতে নেয়।
তারা বন্ধু বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় সোমবার উপজেলার বাঘা ইউনিয়নের এখাসপুর গ্রামে ৫৫ টি পরিবারের হাতে শীতবস্ত্র তুলে দেয়।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য আলাউদ্দিন, উইন্টার প্রজেক্টের উদ্যোক্তা ইয়াসমিন সুলতানা, রুপালি আক্তার রুপা, তানিয়া বেগম, ওয়াকার ফাউন্ডেশন বাংলাদেশ'র সহ সভাপতি তানিয়া তান্নি, নিশাত তাসনিম নিশি , তৌহিদা তাসনীম তারিন, বিশিষ্ট সমাজসেবী জাহাঙ্গীর আলম, মোঃ আলবাব হোসাইন, এমরান আহমদ, আহমেদ সুলতান, মোঃ নাহিদ আহমদ, মাহমুদ আল মিসবাহ, মোঃ কামরান আহমদ প্রমুখ।
উইন্টার প্রজেক্টের উদ্যোক্তা ইয়াসমিন সুলতানা বলেন, আমরা চাই আমাদের মতো আরও ছেলে মেয়েরা এভাবে বন্ধু বান্ধবী মিলে নিজস্ব উদ্যোগে নিয়ে এগিয়ে আসুক সমাজের প্রয়োজনে। পাশে দাড়াক অসহায় সুবিধা বঞ্চিত মানুষগুলোর পাশে। আমরা চাইলেই এই সমাজ পরিবর্তন করে দিতে পারি। আমাদের এ সমাজিক উদ্যোগগুলো সবসময় অব্যাহত থাকবে।