Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-01-31T12:32:47Z
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচন : কোন কেন্দ্রে কত ভোট পেলেন মেয়র প্রার্থীরা

বিজ্ঞাপন

স্টাফ রিপোর্ট :
গোলাপগঞ্জ পৌরসভার নির্বাচনে মেয়র পদে পর পর তৃতীয় বারের মত আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থীর পরাজয় ঘটেছে। গতকাল শনিবার অনুষ্ঠিত নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবারও বিজয়ী হয়েছেন (বর্তমান মেয়র)সদ্য বহিস্কৃত পৌর আওয়ামীলীগের সভাপতি আমিনুল ইসলাম রাবেল।

পৌর নির্বাচনে জগ প্রতীক নিয়ে তিনি ৫হাজার ৮শত ৫১ ভোট পেয়ে তিনি বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু মোবাইল প্রতীকে পেয়েছেন ৪হাজার ৫শত ৪৮ ভোট। এছাড়াও ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন পেয়েছেন ৪হাজার ২শত ৪২ ভোট। আওয়ামীলীগ প্রার্থী মোঃ রুহেল আহমদ পেয়েছেন ১ হাজার ১শত ৭৫ ভোট। এ নির্বাচনে মোট ভোটার ছিলেন ২২ হাজার ৯শ ১৬ জন। পুরুষ ভোটার ১১ হাজার ৬শ ৯৪ জন এবং মহিলা ভোটার ১১হাজার ৩শ ১৯ জন। এরমধ্যে মোট ভোট প্রয়োগ করেছেন ১৬হাজার ৫৩জন। ভোটের প্রয়োগের হার ছিল শতকরা ৭০ ভাগ।

চতুর্থ ধাপের পৌর নির্বাচনে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে সন্ধ্যায়
উপজেলা সম্মেলন কক্ষে এ ফলফল ঘোষণা করেন সহকারী রির্টানিং অফিসার ও গোলাপগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান।

অনুষ্ঠিত ভোট উৎসবে সব বয়সী ভোটারদের উপস্তিতি ছিল লক্ষণীয়। নবীন ভোটারদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ করা গেছে। ৯টি ওয়ার্ডে ৬১টি বুথে মাধ্যমে নির্বাচনে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই আইনশৃংখলা বাহিনীর কড়া নিরাপত্তায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

এ নির্বাচনে মেয়র পদে ১ নং কেন্দ্র এম.সি একাডেমীতে নৌকা পেয়েছে ১৮৩ ভোট, ধানের শীষ প্রতীক ৩২২, জগ প্রতীক ৪৫১ এবং মোবাইল প্রতীক ৩৭৯ ভোট।

২নং কেন্দ্র ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
নৌকা পেয়েছে ৪৬৪ ভোট, ধানের শীষ প্রতীক ৪৭৭, জগ প্রতীক ৪৬০ এবং মোবাইল ৩০১ ভোট।
৩নং কেন্দ্র ঘােষগাঁও মাদ্রাসায় নৌকা পেয়েছে ১৯০ ভোট, ধানের শীষ প্রতীক ৩৫০ , জগ প্রতীক ৩০৯ এবং মোবাইল প্রতীক ৩৫৫ ভোট।

৪নং কেন্দ্র হাজী জছির আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৌকা পেয়েছে ৬৪ ভোট, ধানের শীষ প্রতীক ৩৭৯ জগ প্রতীক ১২২২ এবং মোবাইল প্রতীক ১৩৩ ভোট।

৫নং কেন্দ্র দাড়িপাতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৌকা পেয়েছে ৫৯ ভোট, ধানের শীষ প্রতীক ২০৮, জগ প্রতীক , ১০৯৯ এবং মোবাইল প্রতীক ৩৫২ ভোট।

৬নং কেন্দ্র ঘোগারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৌকা পেয়েছে ৬৭ ভোট, ধানের শীষ প্রতীক ৪৮৭, জগ প্রতীক ৭৭৪ এবং মোবাইল প্রতীক ৭৫৬ভোট।

৭নং কেন্দ্র রণকেলী-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৌকা পেয়েছে ৫৭ ভোট, ধানের শীষ প্রতীক ৫৮০ , জগ প্রতীক ৪২৭ এবং মোবাইল প্রতীক ১০৬৫ ভোট।

৮নং কেন্দ্র কোয়ালিটি স্কুলে নৌকা পেয়েছে ৩৩ ভোট, ধানের শীষ প্রতীক ৫১০, জগ প্রতীক ৭২৯ এবং মোবাইল প্রতীক ৬৭৯ ভোট।

সৈয়দ তানভীর হােসেন স: প্রা: বিদ্যালয়ে নৌকা পেয়েছে ৫২৮ ভোট, ধানের শীষ প্রতীক ৯০৯, জগ প্রতীক ৩৮০ এবং মোবাইল প্রতীক ৫২৮ ভোট।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ