Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-01-06T18:43:49Z
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে আল-ইসলাহ্ ইসলামী যুব কল্যাণ সংস্থার সুন্নী মহা সম্মেলন অনুষ্ঠিত

বিজ্ঞাপন

গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জের লক্ষণাবন্দে আল-ইসলাহ্ ইসলামী যুব কল্যাণ সংস্থার ও  করগ্রাম উজান পাড়া এলাকাবাসীর উদ্যোগে সুন্নী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার করগ্রাম উজান পাড়া জামে মসজিদের সংলগ্ন মাঠে এ সম্মেলন সকাল ১০টা থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলে।  

সম্মেলনে ভাদেশ্বর মডেল ফাযিল (ডিগ্রি) মাদরাসার সাবেক আরবী প্রভাষক মাওলানা মুফতি মােকারম আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নসিহত পেশ করেন মাওলানা শিহাব উদ্দিন চৌধুরী (ফুলতলী)। 

বিশেষ অতিথি ছিলেন ভাদেশ্বর মডেল ফাযিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ মাওলানা শুয়াইবুর রহমান, প্রধান বক্তা হিসেবে নসিহত পেশ করেন  মাওলানাা সফি উল্লাহ (ঢাকা) বিশেষ বক্তা ছিলেন মাওলানা শিহাব উদ্দিন (আলীপুরী), মাওলানা ফারুক লস্কর ফারুক (হবীগঞ্জী)। 

আমন্ত্রিত উলামায়ে কেরামের মধ্যে উপস্থিত ছিলেন ভাদেশ্বর মডেল ফাযিল ডিগ্রি মাদরাসার আরবী প্রভাষক মাওলানা ইউনুস আহমদ, রায়গড় হাফিজিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা আব্দুর রউফ, মাওলানা আব্দুল কুদ্দুস নূরী (চন্দনপুরী), লালপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব  মাওলানা হাফিজ রজব আলী, দক্ষিণ সুরমাস্থ তৈয়ব কামাল লতিফিয়া ক্যাডেট মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুস সামাদ আজাদী,  মাওলানা সাজ্জাদুর রহমান নক্বিবি (ছাতকী), দক্ষিণভাগ দেওপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা দেলওয়ার হােসেন।

সম্মেলনে যৌথ সঞ্চালনায় ছিলেন  আল-ইসলাহ্ ইসলামী যুব কল্যাণ সংস্থার সভাপতি আলী হোসেন ও সাধারণ  সম্পাদক কাওছার আহমদ।


বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ