বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৭ জানুয়ারি) বিকাল ৪ টায় উপজেলার ভাদেশ্বর ইউপির মীরগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্বদেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো: গোলাম কবির। তিনি বলেন, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মহসিন গ্যাস হাউস মেডিসিন শপের স্বত্বাধিকারী বদরুল ইসলামকে এ জরিমানা করা হয়। পরে মেয়াদ উত্তীর্ণ ঔষধ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।