বিজ্ঞাপন
জি ভয়েস ডেস্ক: এবার বিয়ের দুই মাসের মা’থায়ই মা হলেন এক নববধূ। বিষয়টি নিয়ে রবিবার (৩ জানুয়ারি) সকালেই দুই পরিবারের সদস্যরা হাসপাতাল চত্বরে একত্র হয়। পরে উভ’য় পক্ষের সম্মতিতে তালাক সম্পন্ন করা হলে পরে প্রে’মিকের সঙ্গে বিয়ে দেয়া হয়।
জানা যায়, দুই মাস ১০ দিন আগে চুয়াডাঙ্গা পৌর এলাকার ভিম’রুল্লা গ্রামের এক যুবকের সঙ্গে পারিবারিকভাবে আলমডাঙ্গা উপজে’লার কয়রাডাঙ্গা গ্রামের নবম শ্রেণি পড়ুয়া এক কি’শোরীর বিয়ে হয়। ২ জানুয়ারি শনিবার রাতে শ্বশুরবাড়িতেই গৃহবধূ একটি পুত্রসন্তান প্রসব করে। প্রসবের পর নবজাতকটি অ’সুস্থ হলে রোববার সকালে মাসহ বাচ্চাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতা’লে ভর্তি করা হয়। তারপর বিষয়টি জানাজানি হয়।
এই বিষয়টি নিয়ে রবিবার সকালেই দুই পরিবারের সদস্যরা হাসপাতাল চত্বরে একত্রিত হয়। পরে উভ’য় পক্ষের সম্মতিতে তালাক সম্পন্ন হয়। তালাকের পর রাত ১১টার দিকে কয়রাডাঙ্গা গ্রামের একাদশ শ্রেণি পড়ুয়া প্রে’মিকের সঙ্গে পুনরায় বিয়ে দেয়া হয়।
আলমডাঙ্গা উপজে’লার গাংনী ফাঁড়ি পু’লিশের আইসি এসআই কাম’রুল ইস’লাম জানান, প্রে’মিককে হাসপাতা’লে নিয়ে গিয়ে আমা’র উপস্থিতিতে এ বিয়ে দেওয়া হয়ে।