Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-01-31T09:04:09Z
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচন : এবারও পারলেন না শাহীন-পাপলু

বিজ্ঞাপন

ফাহিম আহমদ : গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে এবারও মেয়র হতে পারলেন না আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাকারিয়া আহমদ পাপুল ও বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন।

জাকারিয়া আহমদ পাপুল গোলাপগঞ্জ পৌরসভার প্রতিষ্ঠকালীন চেয়ারম্যান।
গোলাপগঞ্জ পৌরসভার প্রথম দুই নির্বাচনে চেয়ারম্যান ও মেয়র নির্বাচিত হয়েছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক জাকারিয়া আহমদ পাপলু। তিনি ২০০১ সালে দেশের সর্বকনিষ্ট চেয়ারম্যান নির্বাচিত হয়ে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিলেন। তবে ২০১৫ এর নির্বাচন ও ২০১৮ সালের উপ-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নৌকার প্রতীক নিয়ে নির্বাচন করে পরাজিত হোন তিনি। এসময় নৌকার ভরাডুবি হয়। সবশেষ গতকাল ৩০ জানুয়ারি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করে আবারও পরাজিত হোন। তিনি আওয়ামী লীগের আরেক বিদ্রোহী প্রার্থী নবনির্বাচিত মেয়র আমিনুল ইসলাম রাবেলের কাছে ১৩শ ৩ ভোটে পরাজিত হয়ে আবারও মেয়র হওয়া থেকে বঞ্চিত হোন। তিনি মোবাইল প্রতীক নিয়ে ৪৫৪৮ ভোট পেয়ে ২য় অবস্থানে ছিলেন।

এদিকে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন পরপর ৪ বার নির্বাচন করে পরাজিত হোন। গত ২০১৮ সালের উপনির্বাচনে তিনি দলীয় মনোনয়ন ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে পরাজিত হয়েছেন। সবশেষ গতকাল ৩০ জানুয়ারি আবারও শেষ বারের মত ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে পরাজিত হয়েছেন। এ নির্বাচনে তিনি ৪২২২ ভোট পেয়ে ৩ নম্বর অবস্থানে ছিলেন।

উল্লেখ্য, শনিবার অনুষ্ঠিত এ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র আমিনুল ইসলাম রাবেল ৫৮৫১ ভোট পেয়ে ফের নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু পেয়েছেন ৪ হাজার ৫৪৮ ভোট, বিএনপি মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন পেয়েছেন ৪ হাজার ২২২ ভোট এবং প্রথমবারের মত দলীয় মনোনয়ন পাওয়া আওয়ামী লীগের প্রার্থী মো. রুহেল আহমদ ১১৭৫ ভোট সবার নিচে অবস্থান করছেন।

বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ