Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-01-07T05:45:31Z
সারাদেশ

সাবেক স্ত্রীর জন্য ৮ পৃষ্ঠার প্রেমপত্র লিখে ফাঁস দিলেন স্বামী

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : সাবেক স্বামীর মৃত্যুর দুইদিন পর হারপিক পান করে আত্মহত্যার চেষ্টা করেছেন স্ত্রী। বুধবার বিকেলে মেহেরপুরের মালোপাড়ায় এ ঘটনা ঘটে।

অদিতি মেহেরপুর হালদার পাড়ার কৈলাশ হালদারের মেয়ে। মেহেরপুর শহরের হালদার পাড়ার অর্জুন হালদার ছেলে অরূপ হালদারের সঙ্গে আদিতির বিয়ে হয়। এরপর পারিবারিক কলহের কারণে ছয় মাস আগে তার স্ত্রী অদিতি অরূপকে তালাক দেন।

সোমবার অরূপ ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। আত্মহত্যার আগে ৮ পৃষ্ঠার প্রেমপত্র লিখে যান। যাতে লেখা ছিল, 'আই লাভ ইউ অদিতি, আমার মৃত্যুর জন্য আমি দায়ী'।

মেহেরপুরের এসপি এস এম মুরাদ আলী জানান, অদিতির পরিবার জানিয়েছে বুধবার বিকেলে অদিতি হালদার হারপিক পান করেন। বিষয়টি তার পরিবারের লোকজন বুঝতে পেরে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

চিকিৎসক জানান, অদিতির অবস্থা আশঙ্কাজনক। আমরা ধারণা করছি, তার শ্বাসনালীর বেশিরভাগ অংশ পুড়ে গেছে। তাই তার উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডেকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ